জুন ১২, ২০২২, ০৮:৩৪ এএম
ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে পারবে কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন। জোটগত ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে গিয়ে তিনি এ কথা বলেন। শনিবার (১১ জুন) তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইইউর এমন অবস্থানের কথা জানান উরসুলা ভন দের লিয়েন। ইউক্রেনে রুশ হামলার শুরুর পর উরসুলা ভন দের লিয়েনের এটা দ্বিতীয় কিয়েভ সফর। বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনি (জেলেনস্কি) আইনের শাসন শক্তিশালী করার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে।