ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১০:৩৯ পিএম

ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনে রুশ হামলার এক বছর পূর্তি হলো আজ। এই দিনেই রাশিয়া দাবি করলো ইউক্রেনের বাখমুতের উত্তরাঞ্চলে একটি গ্রাম দখল করেছে তারা। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার ভাড়াটিয়া সেনা নামে পরিচিত ওয়াগনার সেনাদলের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ দাবি করেন। 

আলজাজিরার একটি প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি গ্রাম দখল করেছেন বলে দাবি রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধানের। কয়েক মাস ধরে দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর গ্রামটি বিজয় হয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনে মস্কোর আক্রমণের এক বছরপূর্তি উপলক্ষ্যে প্রেস সার্ভিসে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েভজেনি প্রিগোজিন বলেন, বাখমুতের গ্রাম বার্খিভকা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে এসেছে।

বাখমুতে বেশ কয়েক মাস ধরে দখল করার চেষ্টা করছে ওয়াগনার ভাড়াটেরা। ওই অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষা সাম্প্রতিক রাশিয়ার আঞ্চলিক লাভের কারণে দুর্বল হয়ে পড়েছে, বিশেষ করে আরও উত্তরে সোলেদার শহরে।

Link copied!