ইউক্রেনের সব দাবি মেনে নেবে না জার্মানি: ওলাফ শোলজ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৯:০৬ পিএম

ইউক্রেনের সব দাবি মেনে নেবে না জার্মানি: ওলাফ শোলজ

রাশিয়ার সমালোচনা স্বত্বেও ইউক্রেনকে সমর্থন করে জার্মানি। এজন্য জেলেনস্কি প্রশাসনকে সহায়তা দিয়ে যাবে। কিন্তু কিয়েভের সব দাবি বার্লিন পূরণ করতে পারবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় গতকাল রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এসব কথা বলেন। তাঁর ওই ভাষণ জার্মানির টেলিভিশনের সম্প্রচার করা হয়।

যখন লুহানস্ক নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ চলছে তখন জার্মান চ্যান্সেলর ওই ভাষণ দেন।  

ভাষণে ওলাফ শোলজ বলেন, “অন্য মিত্রদের সাথে মিলে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। কিন্তু কিয়েভের প্রতিটি দাবি মেনে নেওয়া তাঁর দেশের পক্ষে সম্ভব নয়।”

জার্মান চ্যান্সেলর বলেন, “আমি যখন শপথ নিয়েছি তখন জার্মানিকে যে কোন ক্ষতির হাত থেকে রক্ষার শপথ নিয়েছি। ফলে ইউক্রেনের প্রতিটি দাবি আমরা মেনে নিতে পারবো না।”

শোলজ বলেন, “রাশিয়া এবং ইউক্রেন একসময় নাজি জার্মানির মাধ্যমে আক্রান্ত হয়েছিল অথচ তারা এখন পরস্পরের শত্রু। এর বিশেষ তাৎপর্য রয়েছে।”

সূত্র: আল জাজিরা

Link copied!