ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ০৯:৫৪ পিএম

ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বলছে, গ্যাস পাইপলাইনে মেরামত কাজের কারণে সরবরাহ বন্ধ থাকবে। নর্ড স্ট্রিম ১ নামে পরিচিত রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইনের ওপর বিধিনিষেধ আগামী তিনদিন থাকবে।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। বিপরীতে রাশিয়াও ইউরোপে গ্যাস সরবরাহ তুলনামূলক অনেক কমিয়ে দেয়।

গত জুলাই মাসে পাইপলাইনটি ঠিক করার জন্য ১০দিন গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। রাশিয়ার মতে, পাইপলাইনে কারিগরি ত্রুটির কারণে মাত্র ২০ শতাংশ গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে।

ইউরোপের নেতৃবৃন্দের আশঙ্কা, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে গ্যাসের দাম আরও কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।

গত কয়েক মাসে ইউরোপে গ্যাসের দাম ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে ইউরোপে বিশেষত আগামী শীতকালে জীবনযাপনের ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পাবে। এর ফলে সরকারগুলোকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হবে।

তবে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার মাধ্যমে পশ্চিমা বিশ্বকে শাস্তি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে গ্যাজপ্রম।

রাশিয়া গ্যাসকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে বলে গত মঙ্গলবার ফ্রান্সের জ্বালানি মন্ত্রী অভিযোগ করেছিলেন। অবশ্য এর আগে ফরাসি জ্বালানি কোম্পানি এনজির কাছে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল গ্যাজপ্রম।

তবে ফ্রান্সের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রাশিয়া। এক প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস সরবরাহে কী ধরনের ত্রুটি হয়েছে তা উল্লেখ করেননি ওই মুখপাত্র।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটির মাধ্যমে রাশিয়ার সেন্ট পিটার্সবাগ উপকূল থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়। এ পাইপলাইনটির দৈর্ঘ্য এক হাজার ২০০ কিলোমিটার (৭৪৫মাইল)।

Link copied!