ইতালিতে নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বেড়ে ৬০, জীবিত উদ্ধার ৮০

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:১৩ এএম

ইতালিতে নৌকাডুবি: অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু বেড়ে ৬০, জীবিত উদ্ধার ৮০

ইতালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। এসময় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতদের বেশিরভাগই পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের  নাগরিক বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সময় শনিবার দেশটির  ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ওই নৌকাটি ডুবে যায়।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ১২০ জনের বেশি অভিবাসপ্রত্যাশী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় নৌকাটি ফেটে যায়। কাছের একটি পর্যটন শহরের বিচ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ধারণা ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ভর্তি নৌকাটি ইটালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়।

আফ্রিকা থেকে প্রতি বছর অনেক লোক অবৈধভাবে সাগর পথে ইতালিতে প্রবেশ করে। নৌকাটি কোথা থেকে আসছিল তা পরিষ্কার নয়। তবে ইতালিয়ান বার্তা সংস্থা অ্যাদনক্রোনোস জানিয়েছে, যাত্রীদের মধ্যে ইরান, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং সোমালিয়ার নাগরিক ছিল। সংবাদ সংস্থাটি জানায় উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি তীরের পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়।

উন্নত জীবনের আশায় এবং দারিদ্র্য ও সংঘাত থেকে বাঁচতে বিপুলসংখ্যক মানুষ প্রতি বছর আফ্রিকা হয়ে ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয় ইতালিতে পাড়ি জমাতে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,সমুদ্রপথে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশী তাদের ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় ৫ হাজার ২০০ জনেরও বেশি।২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এপর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। 

Link copied!