ইতালিতে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ১১:০৪ পিএম

ইতালিতে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ

ইতালিতে লকডাউনের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন দেশটির ব্যবসায়ীরা। মূলত রেস্তোরাঁ মালিক ও লকডাউনে ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীরা এই বিক্ষোভে অংশ নেয়।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) পার্লামেন্টের দক্ষিণ পাশে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেয় তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপি ও ইতালির সংবাদমাধ্যম লাপ্রেস জানিয়েছে, রাজধানী রোমের পার্লামেন্ট এলাকায় এদিনের সংঘর্ষের ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তার প্রতি সংহতি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কার্লো সিবিলিয়া বলেছেন, সহিংসতা সহ্য করা হবে না।
এপি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মাস্ক নামিয়ে ‘কাজ, স্বাধীনতা’ প্রভৃতি স্লোগান দেয়।

ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উগ্র ডানপন্থি একটি রাজনৈতিক দলের সদস্যরাও এদিন ব্যবসায়ীদের বিক্ষোভে ঢুকে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর খবরে বলা হয়েছে, সাত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

করোনা ভাইরাসের প্রকোপ কমাতে লকডাউনের অংশ হিসেবে রোমে বর্তমানে রেস্তোরাঁ, পানশালা ও ক্যাফেতে খাবার ও পান করা নিষিদ্ধ। তবে রেস্তোরাঁ থেকে খাবার কিনে বাইরে যাওয়া বা খাবার ডেলিভারি করার অনুমতি রয়েছে।

গত মঙ্গলবারের বিক্ষোভে এসব বিধিনিষেধের বিরুদ্ধে আওয়াজ তোলেন ব্যবসায়ীরা। এদিকে বিক্ষোভের সময় পুলিশের বাধা ভেঙে ফেলার চেষ্টার দায়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছে পুলিশ।

 

 

Link copied!