জুন ১৮, ২০২৩, ০৮:৪৭ পিএম
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখের ঘোষণা দেয়।
রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একইদিন ঈদুল আজহা উদযাপিত হবে।
অপরদিকে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি মাসের ২৯ তারিখ ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়ে থাকে ঈদুল আজহা।
এদিকে, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক হবে।