ইন্দোনেশিয়ার ইস্ট জাভায় সোমবার প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ দুর্যোগে এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।
‘সোস্যাল অ্যাফেয়ার্স এজেন্সি’র জরুরি পরিস্থিতি মোকাবিলা ইউনিট জানায়, উদ্ধারকর্মীরা নগানজুক জেলায় চারজনের লাশ উদ্ধার করেছে। এ ছাড়া তারা দুজনকে জীবিত উদ্ধার করেছে।
বার্তা সংস্থা আনতারা সোস্যাল অ্যাফেয়ার্স এজেন্সির জরুরি পরিস্থিতি মোকাবিলা ইউনিটের সমন্বয়ক আরিস ত্রিয়ো ইফেন্ডির উদ্ধৃতি দিয়ে সোমবার জানিয়েছে, ‘ভারী উদ্ধার সামগ্রী দুর্যোগ কবলিত এলাকার উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।’
ইফেন্ডি আরও জানান, অনেক আবাসিক এলাকার বিভিন্ন বাড়ি ভূমিধসের ঝুঁকির মুখে রয়েছে। এরই মধ্যে ভূমিধসে কমপক্ষে ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়াও চরম ঝুঁকির মুখে থাকায় ১৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
খবরে বলা হয়, বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিধসের ঘটনা ঘটে ও আকস্মিক বন্যা হয়ে থাকে।
তথ্যসূত্র: ইয়াহু নিউজ, সিনহুয়া