ইরাকে মার্কিন দূতাবাস এলাকায় জোড়া রকেট হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ১২:৩১ পিএম

ইরাকে মার্কিন দূতাবাস এলাকায় জোড়া রকেট হামলা

বাগদাদে অতি সুরক্ষিত ‘গ্রিন জোন’ লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে। এর একটি রকেট ইরাকের মার্কিন দূতাবাসের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি ও হতাহতের কথা জানা যায়নি।

স্থানীয় সময় রবিবার (১৯ ডিসেম্বর) সকালে ইরাকি নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে, বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। 'সি-র‌্যাম' প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি রকেট আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করা হয় এবং দ্বিতীয়টি গ্রিন জোনে এসে পড়ে, যার আঘাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে জানায়, আকাশে ধ্বংস করে দেওয়া রকেটের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এসে পড়ে। আর দ্বিতীয় রকেটটি দূতাবাসের ৫০০ মিটার দূরে আঘাত হানে।

জোড়া রকেট হামলার এই ঘটনায় অবশ্য এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

Link copied!