জানুয়ারি ২৭, ২০২৩, ১২:০২ পিএম
ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অধিকৃত পশ্চিম তীরে একদিনেই ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষোভে মিছিল করছে ফিলিস্তিনিরা। এই সংঘাত নিরসন নিয়ে আলোচনা করতে মিশর, ইসরায়েল ও পশ্চিম তীর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন।
বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) প্রতিবাদ জানিয়ে গাজা উপত্যকা থেকে রকেট ছুড়েছে ফিলিস্তিনিরা। তারা দাবি করছে, আয়রন ডোমের সাহায্যে ইসরায়েলি বাহিনীর রকেট প্রতিহত করেছে তারা।
১০ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে ফিলিস্তিনিরা। নিহতদের মৃতদেহ নিয়ে শোক মিছিল করতে করতে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে থাকে ফিলিস্তিনিরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের সাথে নিরাপত্তা সমন্বয় স্থগিত রাখা হবে জানিয়ে আব্বাস বলেন, আমাদের জনগণের ওপর আগ্রাসনের কারণে এবং নিরাপত্তাসহ স্বাক্ষরিত চুক্তিগুলো লঙ্ঘন করায় ইসরায়েলি দখলদার সরকারের সাথে নিরাপত্তা সমন্বয় এখন আর বিদ্যমান নেই। আমরা ফিলিস্তিনি সন্তানদের সম্মানজনক অবস্থানের জন্য এবং আমাদের জনগণের স্বার্থরক্ষার জন্য স্যালুট জানাই। বসতি স্থাপনকারী সন্ত্রাসবাদ এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের জনগণকে আরও কিছু করার আহ্বান জানাই।
প্রায় প্রতিদিন অধিকৃত পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছেন। নতুন করে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার পর নেতানিয়াহু আরও কঠোর অবস্থান নেওয়ায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে উত্তেজনা বাড়ছেই।