ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৩, ০৯:০৪ পিএম

ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

ফের বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলজুড়ে বিশাল বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরই বিক্ষোভ শুরু হয়।

শনিবার হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে এ বিক্ষোভ মিছিল করেন।

আন্দোলনকারীরা বলেন, বর্তমান সরকারের অংশীদার কট্টর ধর্মীয় উগ্রবাদী দল ইসরাইলের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য চরম হুমকি। 

তাঁরা বলেন, ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে এবারের সরকার সবচেয়ে উগ্রপন্থি সরকার এটি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ‘ গণতন্ত্র বিপদে’ ও ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে এক হও’সহ বিভিন্ন রকম সরকারবিরোধী স্লোগান দেন। অনেক বিক্ষোভকারীর হাতে ‘ক্রাইম মিনিস্টার’ লেখা বিশাল ব্যানার দেখা যায়। এ শব্দগুলো এর আগেও নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে ব্যবহার হয়েছে।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনও আদালতে চলছে

Link copied!