ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সাজা মৃত্যুদণ্ড, আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৮, ২০২২, ০২:৫৪ এএম

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সাজা মৃত্যুদণ্ড, আইন পাস

ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের স্বাভাবিক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রেখে আইন পাশ করা হয়েছে ইরাকের পার্লামেন্টে। আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট আই।

আইনে রয়েছে, দেশের ভেতরে ও বাইরে থাকা ইরাকের সব নাগরিকের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন, দেশটিতে ভ্রমণ অথবা দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে প্রচারণা নিষিদ্ধ করা হলো।

আইনের বিধানে রয়েছে, ইরাকের যে নাগরিক ইসরায়েল ভ্রমণ করবে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। আর যারা রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করবে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে এমনকি তা সামাজিক যোগাযোগমাধ্যমে হলেও— তাদের শাস্তি মৃত্যুদণ্ড।

এ আইন আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানেরসহ রাষ্ট্রের সব কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাতের কোম্পানি, সংবাদমাধ্যম, বিদেশি কোম্পানি ও তাদের কর্মকর্তা সবার জন্য প্রযোজ্য।

Link copied!