ঈদকে সম্মান দেখিয়ে গাজায় হামলা বন্ধ করুন: অ্যান্তোনিও গুতেরেস

নিজস্ব প্রতিবেদক

মে ১৫, ২০২১, ০২:৪৫ এএম

ঈদকে সম্মান দেখিয়ে গাজায় হামলা বন্ধ করুন: অ্যান্তোনিও গুতেরেস

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনীর বিমান হামলা ও ইসরায়েলের তেলআবিবে হামাসের রকেট হামলা বন্ধের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মে) এক টুইটবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ঈদ উৎসবের প্রতি সম্মান দেখিয়ে উত্তেজনা কমাতে আমি আহ্বান জানাচ্ছি।’এই সংঘাত মধ্যপ্রাচ্যে উগ্রবাদ উসকে দেবে বলেও তিনি মন্তব্য করেন।

israelgaza

তুরস্কের সবচেয়ে প্রভাবশালী এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'আনাদুলু এজেন্সি'র খবরে বলা হয়, অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘ইতিমধ্যে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এই সংঘাতে পুরো অঞ্চলজুড়ে উগ্রবাদ ও মৌলবাদ বেড়ে যাবে।

ফিলিস্তিনের গাজায়  ইসরায়েলের সেনাবাহিনীর  অব্যাহত বিমান হামলার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্বিতীয়বার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই ফোনালাপ শেষে গাজায় বিমান হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

thumbs_b_c_9597cdc9c9e9bba71a2c842293cb164f

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দু’বার ফোনে কথা বলার পর শুক্রবার (১৪ মে)সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, গাজায় ‘যতক্ষণ প্রয়োজন ততক্ষণ’ হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে তার দেশ।

PALESTINIANS

মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। গাজায় ইসরায়েল সেনাবাহিনীর হামলাকে তিনি ইহুদীবাদীদের আত্মরক্ষার অধিকার বলে মনে করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তার প্রশাসন এমন একটি অবস্থানে যেতে চায়, যেখানে আক্রমণ উল্লেখযোগ্য কমে যাবে। বিশেষ করে জনবহুল এলাকা লক্ষ্য করে নির্বিচারে রকেট হামলা কমাতে হবে।’

Link copied!