উইঘুরে গণহত্যা চালিয়েছে চীন: ট্রাইব্যুনাল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৭:০৬ পিএম

উইঘুরে গণহত্যা চালিয়েছে চীন: ট্রাইব্যুনাল

উইঘুর গণহত্যায় চীনকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্যের একটি স্বাধীন ট্রাইবুন্যাল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চীনকে অভিযুক্ত করে রুল দিয়েছেন সেই অনানুষ্ঠানিক স্বাধীন ট্রাইব্যুনাল।

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে চীনকে অভিযুক্ত করে দেওয়া রুলে বলা হয়েছে, সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন ও নিপীড়ন চালানোর মানসিকতা থেকেই চীনা কর্তৃপক্ষ তাদের ওপর জন্ম নিয়ন্ত্রণসহ অন্যান্য বাধ্যতামূলক বিভিন্ন পদক্ষেপ চাপিয়ে দিচ্ছে। চীনা কর্তৃপক্ষের এমন পদক্ষেপ কার্যত গণহত্যা।

ট্রাইব্যুনালের প্রধান এবং মানবাধিকার আইনজীবী স্যার জিওফ্রে নাইস বলেন, “উইঘুর মুসলিম সংখ্যালঘুদের জনসংখ্যা কমাতে চীনা সরকার তাদের ওপর জন্ম নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপ বাধ্যতামূলক চাপিয়ে দিচ্ছে। ট্রাইব্যুনালের সবাই প্রশ্নাতীত ভাবেই এ বিষয়ে একমত হয়েছে যে, চীনা সরকার উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে।”

যুক্তরাজ্যের স্বাধীন এই ট্রাইব্যুনালের চীন সরকারকে শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। এছাড়া কোনো সরকারের সমর্থনও নেই এই ট্রাইব্যুনালে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী সরকারগুলোকে চীনের এই অন্যায়ের বিরুদ্ধে এক হতে সহায়তা করবে।

চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় ১০ লাখ উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে বেইজিং।

সূত্র: আল জাজিরা

Link copied!