এক রাতে জোড়া ভূমিকম্পে কাঁপলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ০৩:৫৮ পিএম

এক রাতে জোড়া ভূমিকম্পে কাঁপলো নেপাল

এক রাতে দুই বার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজুরার দহকোট। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে এই দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথম দফায় এবং রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।

তবে, নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তারা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

Link copied!