একইসাথে আফগানিস্তান-পাকিস্তান-ভারতে ভূমিকম্প, ১১ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৩, ০৯:১০ এএম

একইসাথে আফগানিস্তান-পাকিস্তান-ভারতে ভূমিকম্প, ১১ জনের মৃত্যু

৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। এর পর ভারত ও পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে ভূমিকম্প দেশ তিনটিতে ভূমিকম্প অনুভূত হয়।

তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আফগানিস্তানে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে বলেছেন, জনস্বাস্থ্য মন্ত্রণালয় সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তবে হতাহতের নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি জানাতে পারেননি।

এদিকে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে পাকিস্তানে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ইসলামাবাদ, পেশোয়ার ও লাহোরসহ কিছু এলাকায়। 

এই ভূমিকম্পে পাকিস্তানে দুই নারী ও শিশুসহ অন্তত ৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬০ জন।

ভূমিকম্পের ফলে ছাদধসে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। প্রদেশটিতে অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্তের তথ্য মিলেছে।  

জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

অন্যদিকে মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ভারতের দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়।  আবারও ভূমিকম্প হতে পারে এই আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসে লোকজন। 

Link copied!