নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবার থাইল্যান্ডে আশ্রয় খুঁজছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কাল বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছাতে পারেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া অস্থায়ীভাবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন।
গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর এক দিন পর রাজাপক্ষে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর চলে যান।
সেখানে তাঁকে ১৪ দিন অবস্থানের অনুমতি দিয়ে ভিজিট পাস দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর পাসের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। ১১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা।
কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার অর্থনীতিতে চরম মন্দা পরিস্থিতি বিরাজ করছে। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে, মুদ্রাস্ফীতিও আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন মানুষ।
এ অবস্থায় ক্ষোভ দানা বাঁধতে শুরু করে দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে। একপর্যায়ে রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
বিক্ষোভ দমাতে এপ্রিলের শুরুতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। কিন্তু প্রেসিডেন্টের এমন পদক্ষেপ বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়। উল্টো মাত্রা আরও তীব্র হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মে মাসে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।
এই পর্যায়ে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহত হন এক এমপি। অনেক সাবেক মন্ত্রী-এমপির বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী রাজাপক্ষের পৈতৃক বাড়িও জ্বালিয়ে দেয়া হয়।