উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে।
স্থানীয় সময় বুধবার (১ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের হিদালগো শহর থেকে ৪৯ কিলোমিটার দূরে একটি এলাকা।
ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।