ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৩, ২০২১, ১২:২৯ এএম

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিলো সৌদি সরকার

সৌদি আরবের বাইরের দেশগুলো থেকে পবিত্র ওমরাহ করতে ইচ্ছুকদের বয়সসীমা বেঁধে দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। দেশটির প্রশাসন বলেছে,  কেবলমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সীরাই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৯ নভেম্বর) এমনটা জানিয়েছে। খবর: গালফ নিউ ‘র।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ কমায় অক্টোবরে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

এছাড়া ওমরাহ পালনে অনুমোদনপ্রাপ্ত বিদেশিদের জন্য ইতোমধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি অ্যাপ চালু করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে এই অ্যাপগুলোর মাধ্যমে।

করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় সৌদি আরব সরকার চলতি বছরের গত অক্টোবরে ওমরাহ ও হজ পালনে কিছু নিয়ম শিথিল করেছে। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব বিধি তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে দুই মসজিদেই বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়।

Link copied!