ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:১২ এএম
পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরে যেতে বাধ্য করে কংগ্রেসই ভারতে করোনা ভাইরাসের বিস্তার করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় কংগ্রেসকে দোষারোপ করে মোদী বলেছেন, কংগ্রেস নেতারা নিয়মের তোয়াক্কা না করে মুম্বাই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মধ্যে বিনামূল্যে টিকিট বিলি করেছেন।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মহারাষ্ট্র থেকে শ্রমিকরা বিহার-উত্তরপ্রদেশে যাওয়ায় করোনার প্রকোপ বেড়েছে বলে ধারণা মোদির। পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যতেও কংগ্রেসের ওই পদক্ষেপের ফলে করোনা ছড়ায়। যদিও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে সংসদে দাঁড়িয়ে করোনা ছড়ানোর মোদির নতুন ‘ব্যাখ্যা’ মোটেও ভালোভাবে নেয়নি কংগ্রেস।
মোদি আরও বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-সহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেতে চলতে সবাইকে নির্দেশ দিয়েছিল। সেসময় কংগ্রেসের ওই কর্মকান্ড মোটেও গ্রহণযোগ নয়।