করোনায় বিশ্বে মৃত্যু সংখ্যা আরও কমেছে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২১, ১১:০৯ এএম

করোনায় বিশ্বে মৃত্যু সংখ্যা আরও কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও কমেছে।  সোমবার (২০ ডিসেম্বর) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫৩ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৫০ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৪ কোটি ৬৭ লাখের বেশি লোক। বিশ্বে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৩ লাখ ৭০ হাজার ৪৫৭ জন মারা গেছেন। রবিবার  (১৯ ডিসেম্বর) পর্যন্ত এই সংখ্যা ছিল ৫২ লাখ ৬০ হাজার ৮০৭ জন। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায়  ৩ হাজার ৬৫৫ জন মারা গেছেন।

করোনায় আক্রান্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭ কোটি ৫০ লাখ  ১৭  হাজার ৪২৭ জন। রবিবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত এই সংখ্যা ছিল ২৭ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৬৭৮। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৫৮১ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৮ হাজার ৭৪০ জন।

করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে থাকা ৩ দেশ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার গত ২৪ ঘন্টায় ১০৯ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট ৮ লাখ ২৭ হাজার ৩২৩ জন মারা গেছেন।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে সোমবার গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৫৪ জন। অআক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০ জন। লাতিন আমেরিকার এই দেশটিতে করোনায় এ পর্যন্ত ৬ লাখ ১৭ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি ভারতে সোমবার গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৭৭ হাজার ৫৫৪ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে গেছে। সোমবার গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৭৩ জন এবং ৭৫ জন মারা গেছেন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৬৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ১২৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ১৭৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!