কলকাতা পৌর ভোটে তৃণমূলের বিপুল জয়, বিজেপির পতন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২১, ১২:১৪ এএম

কলকাতা পৌর ভোটে তৃণমূলের বিপুল জয়, বিজেপির পতন

কলকাতা পৌরসভা নির্বাচনে বিরোধীদের হারিয়ে বড় জয় পেল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ১৩৪টিতে।

তৃণমূলের এই বিপুল জয়ের পরেই তৃণমূল নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতা পৌরভোটে মানুষ যে রায় দিয়েছে তারপরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে। উৎসবের মেজাজে ভোট হয়েছে। এই জয় গণতন্ত্রের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তারপরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।”

এদিন মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, “জনতার রায়ে বিজেপি ভোকাট্টা। বামেরা নো-পাত্তা আর কংগ্রেস স্যান্ডুইচ হয়ে গিয়েছে।”

এদিকে আজ মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসাম যান মমতা। বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মমতা জানান, কলকাতায় বড় শক্তি নিয়ে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গেছে। সেই জয়কে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন মমতা।

কলকাতা পৌরসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে তৃণমূলের সমর্থন বেড়েছে, কমেছে বিজেপির। এক ধাক্কায় বিজেপি নেমে গেছে ১০ শতাংশের নিচে। ২০১৯-এ যে আশা দেখিয়েছিল বিজেপি, ২০২১ সেই ফল ধরে রাখতে পারেনি দলটি।

প্রাপ্ত ভোট শতাংশে বিরাট পতন দেখা গেছে বিজেপির। গেরুয়া ভোটে ধস নেমেছে কলকাতায়। বামেরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে ও ভোটের হিসাবে বিজেপি নেমে গেছে তৃতীয় স্থানে।

Link copied!