কানাডায় পৃথক ছুরি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২২, ০২:৫৪ পিএম

কানাডায় পৃথক ছুরি হামলায় নিহত ১০

কানাডার সাচকাচুয়ান প্রদেশে পৃথক ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় রবিবার এসব ছুরি হামলার ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

রবিবার সকালে এসব হামলার ঘটনা ঘটে। এরপর সকাল ৮টা ২০ মিনিটে বিপজ্জনক ব্যক্তিদের ধরতে পুরো প্রদেশে একটি সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। বিকেল হতে হতে সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি হয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, সন্দেহভাজন দুই হামলাকারী তাঁদের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তাঁদের সর্বশেষ অবস্থান ও তাঁরা কোথায় যাচ্ছেন তা জানা যায়নি।

Link copied!