ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশ পথে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে নগরীটিতে চালানো এই হামলাকে বৃহত্তম হামলা বলে অভিহিত করছেন স্থানীয় কর্মকর্তারা।
ইউক্রেইনের বিমান বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় পাঠানো ৫৪টি ‘কামিকাজে’ ড্রোনের মধ্যে ৫২টি তারা ভূপাতিত করেছে। এটিকে তারা একটি রেকর্ড হামলা বলে অভিহিত করেছে। তবে এই তথ্য নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করে দেখা সম্ভব হয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণের প্সম্ভাবনা যতই নিকটবর্তী হচ্ছে মস্কো ততই ইউক্রেনের আকাশপথে হামলা তীব্রতর করে তুলছে। এসব হামলায় তারা প্রধানত সামরিক এলাকা ও সরবরাহকে লক্ষ্যস্থল করছে। রাজধানী এই শহরটিতে এখন প্রায় প্রতি সপ্তাহেই বেশ কয়েকবার ড্রোন হামলার ঘটনা ঘটছে।