ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে আজ শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে ৯০০ মানুষের মরদেহ খুঁজে পেয়েছে। চলমান লড়াইয়ের সময় রুশ বাহিনীর হাতে এরা নিহত হয়েছে।
আজ শনিবার সকালে ইউক্রেনের বেশির ভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সও বিস্ফোরণের সত্যতা যাচাই করতে পারেনি।
কিয়েভের পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিয়েভ অঞ্চলে পাওয়া মৃতদেহগুলোর ৯৫ ভাগেরই মারাত্মক আগ্নেয়াস্ত্রের ক্ষত রয়েছে।
আগের দিনেই রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার মতো অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনে না পাঠানোর জন্য ওয়াশিংটনের প্রতি দাবি জানিয়েছিল মস্কো। অন্যথায় অনির্দিষ্ট ‘অপ্রত্যাশিত পরিণতির’ ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছিল রাশিয়া। এরইমধ্যে কিয়েভ অঞ্চলে এই মৃতদেহগুলো মিলল।