কেরালায় নৌকাডুবিতে শিশুসহ ২০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৩, ০২:৩৬ পিএম

কেরালায় নৌকাডুবিতে শিশুসহ ২০ জনের মৃত্যু

ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) সন্ধ্যায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী ওই নৌকাটি ডুবে যায়। নিহতদের বেশিরভাগই শিশু।

 

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটিতে প্রায় ৩০-৪০ জন আরোহী ছিলেন। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছে কেরালার পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াস।

মন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, নৌকাটির নিচে আটকেপড়ে আছে। নৌকাটি উল্টে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

কেরালা রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

 

এদিকে, নৌকাডুবিতে প্রাণহানীতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

Link copied!