কোনো ব্যক্তির নয়. ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল: দোরাইস্বামী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ১২:৫৮ পিএম

কোনো ব্যক্তির নয়. ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল: দোরাইস্বামী

কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নয়, ভারত সবসময় প্রতিবেশি দেশ বাংলাদেশের পাশে ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।   

বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হিসেবে দায়িত্বে শেষ দিন শনিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।]

এর আগে, ভারতীয় হাইকমিশনার মুক্তিযুদ্ধে  বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাংবাদিকদেরেএক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, “আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি; কখনোই কোনো ব্যক্তির পাশে নই। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কারও পাশে নই।”

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, “আমরা বাংলাদেশের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এস এম সাব্রাওয়াল, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.), ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন বিক্রম কুমার দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন শেষে তিনি দিল্লি ফিরে যাচ্ছেন। দিল্লি থেকে লন্ডনে যাবেন ব্রিটেনে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নিয়ে।

আসছেন প্রণয় কুমার ভার্মা
দোরাইস্বামীর বিদায়ে শূন্যস্থান পূরণে ঢাকা আসছেন প্রণয় কুমার ভার্মা। চলতি বছরের ২৯ জুলাই তাকে ঢাকায় নিয়োগের কথা জানায় দিল্লির পররাষ্ট্র দপ্তর।

প্রণয় কুমার এর আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেয়া প্রণয় ভার্মা তারও আগে ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে কাজ করেছেন। এছাড়া, হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন।

 

 

 

Link copied!