পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যের কোভিড আক্রান্তদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে। কোভিড আক্রান্তদে ফলের ঝুড়ি পাঠানো হচ্ছে সরকারের তরফ থেকে। সঙ্গে থাকছে মুখ্যমন্ত্রী মমতার শুভ কামনা সম্বলিত পোস্টার।
কোলকাতায় অন্তত ১০ হাজার ঝুড়ি ফল প্রস্তুত করা হয়েছে কোভিড আক্রান্তদের মাঝে বিতরণের জন্য। প্রত্যেকটি ঝুড়ির ওপর সাদা কাগজের ওপর নিল কালিতে লেখা, “গেট ওয়েল সুন-মমতা ব্যানার্জি’।
কোলকাতার কাউন্সিলররা এসব ফলের ঝুড়ি বিতরণের দায়িত্বে পেয়েছেন। তারা কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে তাদের কাছে মুখ্যমন্ত্রীর শুভ কামনা বাণীসহ ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন।