কোরআন অবমাননায় সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৩, ০৯:৩৩ পিএম

কোরআন অবমাননায় সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। কোরআন অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ জুলাই) বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলার কয়েক ঘণ্টার মাথায় রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলো।

সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পুলিশ ফের বিক্ষোভের অনুমতি দেওয়ার একদিন পরেই বাগদাদে এ হামলার ঘটনা ঘটলো। মিডিয়া রিপোর্ট বলছে, স্টকহোমে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা।

রয়টার্স জানিয়েছে, সুইডিশ দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাড়া দেননি বাগদাদের সুইডিশ দূতাবাসের কর্মকর্তারাও।

বার্তা সংস্থা এএফপির বরাতে সিএনএন জানিয়েছে, গত বুধবার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একটি বিক্ষোভের অনুমোদন দিয়েছে পুলিশ। মিডিয়া রিপোর্ট বলছে, আয়োজকরা সেখানে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছেন।

সুইডিশ পুলিশ এএফপি’কে বিক্ষোভের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিক্ষোভকারীদের পরিকল্পনা সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি তারা।

ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় থেকে একটি বিবৃতিতে সুইডিশ দূতাবাসে হামলার নিন্দা জানানো হয়। তবে ‘সুইডেনের মাটিতে পবিত্র কোরান পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে’ বলেও হুমকি দিয়েছেন তিনি।

Link copied!