খাদ্য সংকটের মুখোমুখি ইথিওপিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২১, ০২:১৩ এএম

খাদ্য সংকটের মুখোমুখি ইথিওপিয়া

উত্তর ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে চলমান সংঘাতের কারণে প্রায় ৫ লাখ অধিবাসীকে প্রতিবেশী অঞ্চল আমহারায় স্থানান্তর করা হয়। আর এর জেরে বর্তমানে আমহারায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এমনকি চরম খাদ্যাভাবে রয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অপুষ্ট নারী ও শিশুদের দেখা যায়। তবে জানা যায়, অনেক মানুষকেই অনত্র স্থানান্তর করা হয়েছে।

দেশটির সরকার জানায়, সংকটময় স্থানগুলোতে খাদ্য সরবরাহ করা হয়েছে। আমহারার উত্তর ওল্লো শহরের অবস্থা আরো খারাপ। বিরোধী শক্তির কারণে জরুরি ত্রাণ সরবরাহ বাঁধাগ্রস্ত হচ্ছে অঞ্চলটিতে।

জাতিসংঘের বৈশ্বিক খাদ্য কর্মসুচির প্রতিবেদনে জানা যায়, আমহারার উত্তর ওল্লো শহরজুড়ে চলমান দ্বন্দ্বের কারণে জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না তারা।

সূত্র: বিবিসি।

Link copied!