গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২১, ০৮:২০ এএম

গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫৩

ফিলিস্তিনের গাজায় হামাস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল সেনাবাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়েছে। বুধবার (১২ মে) ওই বিমান হামলায় সিনিয়র এক কমান্ডারসহ হামাস সামরিক শাখার ১৬ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের তেলআবিব লক্ষ্য করে দুই শতাধিক রকেট নিক্ষেপ করে হামাস যোদ্ধারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত সোমবার থেকে ইসরায়েল ও গাজার হামাস বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র রূপ নিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলের ৬ জন নিহতের খবর দিয়েছে নিউ্ইয়র্ক টাইমস।  

ইসরায়েলের শিন বেট সিকিউরিটি সার্ভিস থেকে বলা হয়, বুধবারের বিমান হামলায় নিহতদের মধ্যে হামাসের গাজা সিটি ব্রিগেডের কমান্ডারও রয়েছেন।

হামাসের পক্ষ থেকেও তাদের কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। হামাসের এক বিবৃতিতে বলঅ হয়,  ‘হামাসের হাজার হাজার নেতা ও যোদ্ধা তাদের (নিহতদের) পদাঙ্ক অনুসরণ করবে…।’

এদিকে, বিমান হামলায় সিনিয়র এক কমান্ডারসহ হামাসের বেশ কয়েকজন সদস্য নিহতের পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘এটা মাত্র শুরু। আমরা তাদের এমনভাবে আঘাত করবো যেটা তারা কখনো কল্পনাও করতে পারবে না।’

২০১৪ সালের গাজা যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের একে অপরের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় হামলার  ঘটনা।

এ পরিস্থিতি আরও নাজুক হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল সেনাবাহিনীর বিমান হামলা ও জেরুজালেম লক্ষ্য করে হামাসের রকেট হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায় উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ।

স্খানীয় সময় বুধবার (১২ মে) জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ দূত টর ভেনেসল্যান্ড এ বিষয়ে বলেন,‘আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছি। অবিলম্বে তা বন্ধ করতে হবে।’

ভেনেসল্যান্ড আরও বলেন, ‘এই সহিংসতা নিরসনে দু’পক্ষের নেতাদের দায়িত্ব নিতে হবে।’

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বন্ধের আহবান জানিয়েছে আরব লীগ। সংস্থার প্রধান আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেন, ‘এটি অন্যায় এবং অবিবেচনাপ্রসূত আচরণ।’

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফিলিস্তিনিদের ক্ষমতা বাড়ানোর আহবান জানিয়ে ইরানের এই ধর্মীয় নেতা বলেন, ‘‘ইসরায়েল শুধু বলপ্রয়োগের ভাষাই বোঝে।’

Link copied!