গান শোনায় উত্তর কোরিয়ায় ৭ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২১, ০৬:৩৭ পিএম

গান শোনায় উত্তর কোরিয়ায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান শোনার কারণে উত্তর কোরিয়ার সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক গোষ্ঠী ট্র্যানজিশনাল জাস্টিস ওয়ার্কিং গ্রুপের (টিজেডব্লিউজি) বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবরের প্রধান ভাষ্য, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান উত্তর কোরিয়ার জনগণ শুনুক-এটা মেনে নিতে পারেননি উত্তর কোরিয়ার নেতা। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপের ভিডিও দেখা ও অন্যদের মধ্যে বিতরণ করায় গেল এক দশকে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া।

টিজেডব্লিউজি গ্রুপটির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য বিভিন্ন অপরাধ রয়েছে। তার মধ্যে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মিউজিক কে-পপ শোনাও রয়েছে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার কোনো ভিডিও দেখলে কিংবা তা অন্যদের কাছে বিতরণ করলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

এদিকে, মার্কিন গণমাধ্যম খবর ফক্স নিউজের খবরে বলা হয়, অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার সিনেমা, নাটক ও সংগীতের ভিডিও ধারণকরা সিডি ও ইউএসবি বিক্রি করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করেছে টিজেডব্লিউজি। ছয়টি মৃত্যুদণ্ড হয়েছে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কে-পপ গোষ্ঠী হিসাবে বিবেচিত সুপার জুনিয়র। মাত্র ১৩ জন সদস্য নিয়ে ২০০৫ সালে আত্মপ্রকাশের পর থেকে এই গোষ্ঠীটি ফেসবুকে সাত মিলিয়নেরও বেশি 'লাইক' পেয়েছে।ছবি: সংগৃহীত

ফক্স নিউজের খবরে বলা হয়, ২০১৫ সাল থেকে অন্তত ৬৮৩ জন উত্তর কোরিয়ার বাসিন্দার সঙ্গে এ নিয়ে কথা বলে সংগঠনটি জানিয়েছে, কিমের প্রথম পাঁচ বছরের শাসন কালে বিভিন্ন কারণে ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই তালিকায় আরও রয়েছেন কিমের কাকা জ্যাং সং থেক, দেশের তৎকালীন সেনাপ্রধান রি ইয়ং হো।

এর আগে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো দেশটিতে নিষিদ্ধ করেন কিম জং উন। এবার ১০ দিনের জন্য দেশটিতে হাসি, জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন নিষিদ্ধ করেছেন তিনি।

জনপ্রিয় কে-পপ সংগীত পরিবেশন করছেন দক্ষিণ কোরিয়ার শিল্পীরা। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার প্রাক্তন সর্বোচ্চ নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ সিদ্ধান্ত নেন।শুক্রবার ছিল কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। তাই উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই শোক ও দুঃখের। দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতে পিয়ং ইয়াং প্রশাসন অভিনব পথ বেছে নিয়েছে।

উত্তর কোরিয়ার সাবেক নেতার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পিয়ং ইয়াং প্রসাসনের পক্ষ থেকে  নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১০ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে

 

Link copied!