গ্রেফতার হচ্ছেন ইমরান খান? তাঁর বাড়িতে দুই প্রদেশের হাজারো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ১১:৩৮ পিএম

গ্রেফতার হচ্ছেন ইমরান খান? তাঁর বাড়িতে দুই প্রদেশের হাজারো পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে লাহোরে তার বাড়ি ঘিরে রেখেছে হাজারো পুলিশ। বহুল আলোচিত তোসাখানা মামালায় আদালতে হাজির না হওয়ায় শনিবার ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পরই পাঞ্জাব ও ইসলামাবাদের কয়েক হাজার পুলিশ রবিবার দুপুর থেকে তার বাড়ি ঘেরাও করে রাখে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ড ‘র প্রতিবেদনে বলা হয়,  সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসলামাবাদের একটি আদালত।  পরোয়ানা জারির পরই ইমরান খানকে গ্রেফতার করতে যায় পুলিশ।

ক্রিকেট থেকে রাজনীতে আসা ৭০ বছর বয়সি ইমরান খান গত বছরের নভেম্বরে লংমার্চ চলাকালে ওয়াজিরাবাদে দুর্বৃত্তের গুলিতে আহত হন। তারপর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। সে কারণেই আদালতে উপস্থিত না হতে বারবার আবেদন করেন সাবেক পাক প্রধানমন্ত্রী।

এদিকে,  ইমরান খানের বাসভবনে পুলিশ পৌঁছলে তার চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ পিটিআই প্রধানের গ্রেপ্তারের পরোয়ানা গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশকে জানান যে, সাবেক প্রধানমন্ত্রী তার জামান পার্কের বাসভবনে নেই। তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান।

অপরদিকে, ইমরান খানতে গ্রেফতার করতে পারে খবর পাওয়ার পরই পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির কর্মীরা লাহোরের জামান পার্কের বাড়িতে জমায়েত হতে শুরু করে। এ সময় তারা পুলিশকে হুঁশিয়ার করে বলেন, ইমরানে খানকে গ্রেফতার করা হলে গণবিক্ষোভের ডাক দেওয়া হবে।

পিটিআই-র মুখপাত্র ফাওয়াদ চৌধুরী সংবাদমাধ্যমে বলেন, ইমরান খানকে গ্রেফতার করার এই চেষ্টার পরিণাম ভয়ংকর হবে। এই ‘অপদার্থ’ সরকারকে বলতে চাই দেশকে আর খারাপ অবস্থার মধ্যে ফেলবেন না। পিটিআই কর্মীদের এখনই জামান পার্কে ইমরান খানের বাড়িতে যাওয়া উচিত।”তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাকে না নিয়ে তারা ফেরত যাবেন না। 

কী অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে?

দেশের প্রধানমন্ত্রী-সহ অন্যান্য শীর্ষ মন্ত্রীরা দেশ-বিদেশ থেকে যে  উপহার পেয়ে থাকেন তা জমা থাকে সরকারি কোষাগার তোসাখানায়। সেখান সেখান থেকে গ্রাফ কোম্পানির একটি দামী ঘড়ি ইমরান কিনেছিলেন কম দামে। তারপর সেই ঘড়িটি তিনি বিক্রি করে দেন। একারণে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছে।কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান গত অক্টোবরে ইসলামাবাদ হাই কোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তার পর থেকে এই মামলার একাধিক শুনানিতেও গরহাজির থেকেছেন ৭০ বছর বয়সি পিটিআই নেতা। সেই সুবাদে এ বার ফরমান নিয়ে ইসলামাবাদের পুলিশ পৌঁছে যায় লাহোরের জ়ামান পার্কের দোর গোড়ায়।

এদিকে, ইসলামাবাদ পুলিশের দাবি, তাঁদের প্রতিনিধি পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা জ়ামান পার্কে ইমরানের বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। তবে তাঁকে যে ঘরে বসতে দেওয়া হয়েছে সেখানে ইমরানের দেখা মেলেনি। অন্য দিকে বেলা যত গড়াচ্ছে জ়ামান পার্কে পাল্লা দিয়ে বাড়ছে ইমরান অনুগামীর সংখ্যা। এত প্রতিবাদ সামলে শেষ পর্যন্ত ইমরানকে রবিবার আদৌ গ্রেফতার করা যাবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

Link copied!