ঘরে বসে অর্ডার করলেই গাঁজা দিয়ে যাবে উবার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০১:২৮ এএম

ঘরে বসে অর্ডার করলেই গাঁজা দিয়ে যাবে উবার

কানাডায় গ্রাহকদের গাঁজা সরবরাহ করতে অনলাইন অর্ডার নিচ্ছে ‍রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান উবার ইটস। সোমবার (২২ নভেম্বর) উবার ইটস বিশেষ ধরনের গাঁজা ও ক্রাঞ্চির (মারিজুয়ানার বিস্কুট) অর্ডার নেওয়ার কথা জানিয়েছে।

আপাতত কেবল দেশটির অন্টারিও প্রদেশেই সেবাটি পাওয়া যাবে।

২০১৮ সালে কানাডা প্রথম ‘বিনোদনের জন্য’ গাঁজা সেবন বৈধ করেছিল। তারই সূত্র ধরে, গ্রাহক ধরে রাখতে ‘বিনোদনের জন্য’ মাদকদ্রব্য অর্ডার নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

তারা আরও জানিয়েছে, গাঁজা গ্রহণের বৈধতা যাদের রয়েছে কেবল তারাই অর্ডার করতে পারবেন। পরিচয়পত্রসহ বেশ কয়েকটি ধাপে গ্রাহকের পরিচয় শনাক্ত করা হবে।

কোনো ডেলিভারি নেটওয়ার্ক কোম্পানির জন্য উবারই বিশ্বে এই প্রথম এমন পরিষেবা এনেছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, “অর্ডার দেওয়ার এক ঘণ্টার মধ্যে সমস্ত অর্ডার ডেলিভারি দেওয়া হবে। যাতে গ্রাহকরা তাদের পণ্যগুলো দ্রুত সংগ্রহ করতে পারে।”

অন্টারিও সরকার ইতোমধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে মানুষের দরজায় কুরিয়ার ডেলিভারি বা কানাডা পোস্ট আউটলেটে পিক-আপের মাধ্যমে মাদক কেনার পরিষেবা চালু করেছে।

সরকারি তথ্য অনুসারে, প্রায় ১৭% বা ৫১ লাখ কানাডিয়ান ২০২০ সালে গাঁজা সেবন করেছে। যা ২০১৮ সালে বৈধ হওয়ার আগে ১৫% ছিল।

সূত্র: এএফপি

Link copied!