চীন উপকূলের কাছে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৮:২৮ পিএম

চীন উপকূলের কাছে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান

তাইওয়ান প্রথমবারের মতো চীন উপকূলের কাছে নিজেদের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করায় সেটি ভূপাতিত করেছে। তাইওয়ানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কিনমেন দ্বীপের কাছের আকাশসীমায় অনুপ্রবেশ করে একটি ড্রোন। সেটিকে গুলি করে নামানো হয়েছে। ঐ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজর রাখা হচ্ছে। মূল চীনা ভূখণ্ডের কাছে অবস্থিত কিনমেন দ্বীপ তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন। সেখানে শক্ত ঘাঁটি রয়েছে তাইওয়ানের সেনাবাহিনীর। ফলে কৌশলগত দিক থেকে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, সাগর পেরিয়ে তাইওয়ানে হামলা চালাতে গেলে চীনা বাহিনীর গতিবিধি সম্পর্কে কিনমেন দ্বীপ থেকে আগাম সতর্কতা পেয়ে যাবে তাইপে। তাই যুদ্ধের পরিস্থিতিতে সবার আগে ঐ দ্বীপটি দখল করতে চাইবে চীনা বাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ড্রোনটি ক্ষুদ্র দ্বীপ লিয়নে তাদের সংরক্ষিত আকাশসীমায় প্রবেশ করেছে। দ্বীপটিতে মোতায়েনকৃত সেনারা ড্রোনটিকে সতর্ক করার চেষ্টা করলেও কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এর ধ্বংসাবশেষ সাগরে পড়েছে।

Link copied!