চীনে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৩, ০৩:৩৪ পিএম

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইনচুয়ানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় ৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বুধবার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় একটি বারবিকিউ রেস্তোরাঁয় এ বিস্ফোরণ ঘটে। 

নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানের ফুয়াং বারবিকিউ রেস্টুরেন্টে তরল পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর রেঁস্তোরাটির সামনে কাঁচের টুকরোসহ ভাঙাচোরা অংশ পড়ে থাকতে দেখা যায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন। এ ছাড়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সবাইকে জোর দিয়েছেন।

তিনদিনব্যাপী ড্রাগন বোট উৎসবের ছুটি শুরু হওয়ার প্রাক্কালে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো যে সময় হাজারো মানুষ পরিবার-পরিজনদের সাথে উৎসবে উদযাপন করতে চীনে যায়। 

 

Link copied!