চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২২, ১০:০৫ পিএম

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে মার্কিন সিনেটর

চীনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও আবারও তাইওয়ান সফরে গেছেন এক মার্কিন সিনেটর। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে তাইপে পৌঁছান। সিএনএন এর খবরে এ তথ্য জানা গেছে।

এদিকে তাওয়ানকে ঘিরে মহড়া চালানো নিয়ে চীনকে 'অঞ্চলটির জন্য হুমকি' আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই মহড়া চালায়েছে তারা।

তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শুক্রবার তিনি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে মনে করে চীন। যদিও চীনের এই দাবির তীব্র বিরোধিতা করে আসছে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আগস্টের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর দ্বীপটি ঘিরে সামরিক মহড়া আয়োজন করে চীন।

টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর ব্ল্যাকবার্ন আগস্টের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এদিকে তাওয়ানের চারপাশে মহড়া চালানোর পর চীনকে ওই অঞ্চলটির জন্য হুমকি আখ্যা দিয়ে করা যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বেইজিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিজেদের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই মহড়া চালায়েছে তারা। একইসঙ্গে অঞ্চলটিতে চলমান উত্তেজনার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।

Link copied!