আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বৃদ্ধিতে হঠাৎ করেই সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।স্কটল্যান্ডের গ্লাসগোয় জাতিসংঘ কপ-২৬ জলবায়ু সম্মেলনে বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ দুটি এমন অভূতপূর্ব ঘোষণা দিয়েছে।
বুধবার (১০ নভেম্বর) যৌথ ঘোষণায় মিথেন নির্গমন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে একমত হয় যুক্তরাষ্ট্র ও চীন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
যৌথ ঘোষণায় বলা হয়, উভয় পক্ষই ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য অর্জনের জন্য ‘একত্রে কাজ করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতি স্মরণে রাখবে’।
চীনের শীর্ষ জলবায়ু আলোচক শি জেনহুয়া সাংবাদিকদের বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যতোটা না মতপার্থক্য আছে, তার চাইতে বেশি চুক্তি রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে পারলে, তা মানবজাতিকে জলবায়ুর খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে। একে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার সঙ্গে তুলনা করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামনের সপ্তাহে একটি ভার্চুয়াল বৈঠক করবেন বলে প্রতিবেদনে জানানো হয়।