তালেবান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৯, ২০২১, ০৩:২৩ এএম

তালেবান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

আফগান জাতীয় পতাকা সরিয়ে তালেবান পতাকা স্থাপনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বুধবার (১৮ আগস্ট) আফগানিস্তানের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। বিক্ষোভের সেখানে গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা যান এবং আহত হন আরো ১২ জন। এই প্রথম কোনো শহরে তালেবান বিরোধী প্রতিবাদ দেখা গেলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,জালালাবাদের বাসিন্দাদের একটি বড় অংশ ওই বিক্ষোভে যোগ দেন। দেশটির জাতীয় পতাকা পরিবর্তন করে তালেবানের পতাকা উত্তোলন করার পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষ আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীরা জালালাবাদের একটি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলেও তালেবান যোদ্ধারা বাঁধা দেয়।

উল্লেখ্য, গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় সংগঠনটি। এ নিয়ে চাপা আতঙ্ক বিরাজ করছে আফগানিস্তান জুড়ে। এখনো দেশটি ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।  

এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা করছে তালেবান। সংগঠনটি দেশ পরিচালনা করতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রেখেই। তারই ধারাবহিকতায় ক্ষমতা দখলের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারা। এমনকি নারীদেরও সরকারে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

সূত্র: আল জাজিরা

Link copied!