জাপানের নাগাসাকি অঞ্চলে জাহাজডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে খারাপ আবহাওয়ার কারণে জাহাজডুবির ঘটনা ঘটে। জাহাজডুবির ঘটনায় অন্তত ১৭ জন নাবিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার একজন ক্রু জরুরি সাহায্যের আবেদন করার প্রায় ৪ ঘণ্টা পর জাহাজটি ডুবে যায়।
ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুরা জানিয়েছে, জাহাজটি কাত হয়ে পড়ে এবং স্রোতে ভেসে যায়।
জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, হংকংয়ে নিবন্ধিত জাহাজটিতে চীনের ১৪ জন এবং মিয়ানমারের ৮ জন নাবিক রয়েছেন। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন।