জাপানের নির্বাচনে জয় পেল শিনজো আবের দল এলডিটি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৬:৩৩ পিএম

জাপানের নির্বাচনে জয় পেল শিনজো আবের দল এলডিটি

জাপানের উচ্চ কক্ষের নির্বাচনে জয় পেয়েছে গত শুক্রবার হত্যার শিকার সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাজনৈতিক দল ক্ষমতাসীন লিবালের ডেমোক্রেটিক পার্টি-এলডিটি ও তাদের  জোট।

সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, এলডিপি ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।

প্রসঙ্গত, শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় তিনি বন্দুক হামলার শিকার হন। জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন শিনজো অ্যাবে। এসময় জোরে গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা প্রথমে বুঝতে পারেনি বিকট শব্দের কারণ। এরপরই শিনজো মাটিতে পড়ে যান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাপতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শিনজো অ্যাবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

Link copied!