জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ০৪:৩৬ পিএম

জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

জাপানের কিউশু দ্বীপে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, রবিবার রাত ৮টা ৫ মিনিটের দিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। সংস্থার নজরদারি ক্যামেরার ফুটেজে আগ্নেয়গিরি থেকে আগুনের শিখা বের হতে দেখা গেছে।

অগ্নিৎপাতের কারণে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা স্তর ৫ ক্যাটাগরি জারি করা হয়েছে। লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পার্শবর্তী কাগোশিমা শহরের বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এর আগে গত জানুয়ারিতে সাকুরাজিমায় অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

Link copied!