জ্বালানি ডিপোয় অগ্নিকাণ্ড,১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২৩, ০৪:৩২ পিএম

জ্বালানি ডিপোয় অগ্নিকাণ্ড,১৭ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় তেল-গ্যাসের ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার উত্তর জাকার্তার তানাহ মেরাহ পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনা পরিচালিত একটি ডিপোয় আগুন লাগে।

জাকার্তার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান সত্রিয়াদি গুনাওয়ান জানান, আগুনের কারণে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং এরপর দ্রুত আবাসিক ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের জখম গুরুতর।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার পুরো জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ সরবরাহ করা হয় এই ডিপো থেকে। তবে অগ্নিকাণ্ডের কারণে তেল-গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনার এরিয়া ম্যানেজার ইকো ক্রিস্টিয়াওয়ান।

এদিকে,অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করতে পেরটামিনাকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রী এরিক থোহি।

Link copied!