ডেনমার্কেও পোড়ানো হল কোরআন, ইরাক, তুরষ্কসহ বিভিন্ন দেশে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৩, ০৩:১২ এএম

ডেনমার্কেও পোড়ানো হল কোরআন, ইরাক, তুরষ্কসহ বিভিন্ন দেশে বিক্ষোভ

সংগৃহীত ছবি

সুইডেনের পর এবার প্রতিবেশি দেশ ডেনমার্কেও কোরআন শরিফের কপি পোড়ানোর ঘটনা ঘটালো ইসলাম বিরোধীদের একটি ছোট দল। স্থানীয় সময় মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত মিশর ও তুরষ্কের দূতাবাসের সামনে ডেনিশ প্যাট্রিয়টস নামে ইসলাম বিরোধীদের একটি ছোট সংগঠনের দুই সদস্য মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফের কপি পোড়ায়।

এর আগে, সোমবার কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ গ্রুপটি জানিয়েছিল, তারা মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কোরআনের কপি পোড়াবে। গত সপ্তাহে ইরাকি দূতাবাসের সামনে এই গ্রুপটিও কোরআনের কপি পুড়িয়েছিল।

ইউরোপের সুইডেন ও ডেনমার্কে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার কোরআন শরিফের কপি পোড়ানোর ঘটনা ঘটলো।

সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আল আরাবিয়ার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, কোরআন শরিফের কপি পোড়ানোর বিষয়টি সারাবিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করলেও ডেনমার্ক ও সুইডেন সরকার জানিয়েছে, বাকস্বাধীনতা রক্ষা আইনের কারণে তারা এটি ঠেকাতে বা বন্ধ করতে পারবে না। গত সপ্তাহে এই কোরআনের কপি পোড়ানোর ইস্যুকে কেন্দ্র করে ইরাকের বিক্ষোভকারীরা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছিল।

ডেনমার্ক সরকার এরই মধ্যে কোরআনের কপি পোড়ানোকে ‘উস্কানিমূলক ও লজ্জাজনক কাজ’ বলে নিন্দা জানিয়েছে। তবে তারা বলেছে, অহিংস বিক্ষোভকারীদের আটকানোর ক্ষমতা তাদের নেই।

এদিকে, ডেনমার্কে কোরআন শরিফের কপি পোড়ানোর ঘটনায় ইরাক ও তুরষ্কসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে।

এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ইরাক। ডেনমার্কের ঘটনা ‘চরমপন্থা এবং ঘৃণার ভাইরাস ছড়ায় যা বিভিন্ন সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে হুমকির মুখে ফেলে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে।

ডেনমার্কের রাজধনী কোপেনহেগেনে মিশর ও তুরষ্কের দূতাবাসের সামনে কোরআন শরিফের কপি পোড়ানোর ঘটনায় ইয়েমেনের রাজধানী সানায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে। এ ধরণের কর্মকাণ্ড অনুমোদন করার জন্য বিক্ষোভকারীরা সবাই ডেনমার্ক ও সুইডেনের প্রতি ক্ষোভ জানিয়েছে।

কোপেনহেগেনের ঘটনাকে কোরআনের প্রতি এটি ‘ঘৃণ্য আচরণ’ হিসেবে উল্লেখ করেছে বিবৃতি দিয়েছে তুরষ্ক। অন্যদিকে, এই ঘটনার নিন্দা জানাতে আলজিয়ার্সে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ও সুইডেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!