ডেপুটি স্পিকারের আদেশ দেশের সংবিধানের লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ০১:০২ এএম

ডেপুটি স্পিকারের আদেশ দেশের সংবিধানের লঙ্ঘন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির দেওয়া আদেশে দেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ।

অনাস্থা প্রস্তাব খারিজের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানি চলাকালে প্রধানবিচারপতি এই মন্তব্য করেন।

শুনানির শুরুতে  পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির আইনজীবী ব্যারিস্টার আলি জাফর বক্তব্যে বলেন, অধিবেশন পরিচালনার ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ বিশেষ সুবিধা ভোগ করে থাকে।  

এ সময় প্রধান বিচারপতি এ ঘটনায় জাতীয় পরিষদের কার্যবিবরণী পার্লামেন্টের বাইরে কোনো প্রভাব ফেলেছে জানতে চাইলে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত যদি পার্লামেন্টের বাইরে প্রভাব ফেলে, তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারেন। 

শুনানিতে বেঞ্চের বিচারপতি মাজহার আলম জানতে চান, পার্লামেন্টে কোনো অসাংবিধানিক ঘটনা ঘটলে তার সাংবিধানিক দায়মুক্তি আছে কি না। বিচারপতি জামাল খান মান্দোখেল জানতে চান, পার্লামেন্টে কোনো অসাংবিধানিক ঘটনা ঘটলে তার সমাধান আছে কি না। 

উত্তরে আইনজীবী প্রেসিডেন্টের আইনজীবকী জাফর বলেন, “পার্লামেন্টকেই বিষয়টির সমাধান করতে হবে। এক্ষেত্রে সমাধান হলো জনগণের কাছে যাওয়া। 

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল  ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

তবে জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়াসহ পুরো প্রক্রিয়াটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে আদালতের দারস্থ হন পাকিস্তানের বিরোধী দলগুলো।   

Link copied!