চীনের ৪৪টি যুদ্ধবিমান ও ৪টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে টহল দিচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা তাদের রাডারে অন্তত ৪৪টি চীনা যুদ্ধবিমান এবং ৪টি যুদ্ধজাহাজের উপস্থিতি দেখতে পেয়েছে। এর মধ্যে চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১৫টি যুদ্ধবিমান এবং ২টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছিল। বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের ৪টি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্ব প্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে।
চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় তাইওয়ান।
তাইওয়ান জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত।
উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।