তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে ১৩ চীনা যুদ্ধবিমান: তাইপে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২২, ০২:৫০ এএম

তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে ১৩ চীনা যুদ্ধবিমান: তাইপে

তাইওয়ানে মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের পর তাইওয়ান প্রণালিতে যেন উত্তেজনা বেড়েই চলেছে। চীন বারংবার ওই এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা শিগগিরই তাইওয়ান প্রণালিতে ‘বিমান ও নৌপরিবহন’ পরিচালনা করবে। সেই ঘোষণার পরপরই এবার প্রণালির মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা পেরিয়েছে ১৩ চীনা যুদ্ধবিমান। এমনটাই দাবি করল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে—চীনের বিমানবাহিনীর ১৩টি যুদ্ধবিমান আজ শনিবার তাইওয়ান প্রণালির মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা পেরিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীন এখনো তাদের দাবিকৃত দ্বীপগুলোর আশপাশে সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

তাইওয়ান প্রণালিতে ‘বিমান ও নৌপরিবহন’ পরিচালনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় চীনের চালানো সামরিক মহড়ার জবাবেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।

হোয়াইট হাউসের এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলের সমন্বয়ক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কার্ট ক্যাম্পবেল বলেছেন, ‘ওই অঞ্চলে উত্তেজনা থাকার পরও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন অনুসারে ওই এলাকায় আকাশ ও সমুদ্র পথে পরিবহন পরিচালনা করে যাবে। যা আন্তর্জাতিক সমুদ্রসীমায় নৌযান পরিচালনার স্বাধীনতার প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

কার্ট ক্যাম্পবেল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাইওয়ান প্রণালি দিয়ে নিয়মিত বিমান এবং সামুদ্রিক পরিবহন পরিচালনা করা।’ তবে কার্ট ক্যাম্পবেল উল্লেখ করেননি, যুক্তরাষ্ট্র ঘোষিত ‘বিমান ও সামুদ্রিক পরিবহন’ পরিচালনার আওতায় কোন ধরনের আকাশ এবং নৌযান পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘এখনই তাইওয়ান প্রণালিতে কোন ধরনের যান পরিচালনা করা হবে সে বিষয়ে মন্তব্য করা হবে না।’ 

কার্ট ক্যাম্পবেল আরও জানান, এরই মধ্যে ওয়াশিংটন তাইপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু ‘উচ্চাভিলাষী রোডম্যাপ’ ঘোষণা করবে বলে মনস্থ করেছে।

সূত্র: রয়টার্স

Link copied!