সরকারবিরোধী বিক্ষোভে জনসমুদ্রে পরিণত হয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিস। দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী কেন্দ্রীয় তিউনিসে দেওয়া স্লোগানে বিক্ষোভকারীরা বলছেন—‘জনগণ গনতন্ত্র চায়’, ‘দেশকে দুর্ভিক্ষে ঠেলে দিয়েছেন সাইয়িদ’।
সম্প্রতি দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের স্থলাভিষিক্ত হিসেবে দুজনের নাম ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট সাইয়িদ নিজেসহ দুজনের নাম ঘোষণা করেছেন। এ সিদ্ধান্তও প্রত্যাখ্যান করছেন বিক্ষোভকারীরা।
ক্ষমতা স্থায়ী করতে সর্বশেষ সেপ্টেম্বরে ২০১৪ সালের তিউনিসিয়ার সংবিধানের একটি অংশ বাদ দিয়ে নিজেকে সব ক্ষমতার অধিকারী ঘোষণা দিয়ে রুল জারি করেন কাইস সাইদ।
প্রেসিডেন্টের সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। অবিলম্বে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তারা।