তুরষ্ক-সিরিয়ায় ভুমিকম্প: প্রায় ২৩০০ মরদেহ উদ্ধার, দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৮:০৬ পিএম

তুরষ্ক-সিরিয়ায় ভুমিকম্প: প্রায় ২৩০০ মরদেহ উদ্ধার, দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল

তুরষ্কের মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে পাশের দেশ সিরিয়ার আলেপ্পোসহ বেশ কয়েকটি শহরে  শক্তিশালী দশমিক মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ৩০০ ছাড়িয়েছে। আর আহত হয়েছে আরও ১০ হাজারের বেশি।

তুরষ্ক সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরষ্কে হাজার ৪৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ৭ হাার ৬০৪ জন। এছাড়া, ২ হাজার ৮২৪টি ভবন ধ্বংস হয়েছে। অন্যদিকে, ৮০০ জনের বেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সোমবার ( ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে প্রথম দফায় আঘাত হানে দশমিক মাত্রার ভূমিকম্প। এর ১১ মিনিট পর তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায় আরও একটি ভূমিকম্প আঘাত হানে। দফায় ভূমিকম্পের মাত্রা ছিল দশমিক ৭।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের (ইউএসজিএস) দেয়া তথ্যানুসারে, তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। জায়গাটি নূরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

ইউএসজিএস জানিয়েছে, দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। সিরিয়ার সীমান্তবর্তী গাজিয়ান্তেপ তুরস্কের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, সিরিয়া, লেবানন এবং সাইপ্রাস থেকেও এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, দেশটির বেশ কয়েকটি শহরে বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমন সোইলো জানান, ভূমিকম্পে অন্তত ১০টি শহর আক্রান্ত হয়েছে। আক্রান্ত শহরগুলো হলো- গাজিয়ানটেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস। তুরস্কের পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে।

উল্লেখ্য, তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলের মধ্যে রয়েছে। ১৯৯৯ সালে . মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে একটি ছিল ডাজসি এবং এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে তুরস্কে সবথেকে মারাত্মক আঘাত হানা একটি ভূমিকম্প। সেই ভূমিকম্পে ইস্তাম্বুলে প্রায় হাজার সহ ১৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।

বিশেষজ্ঞরা দীর্ঘকাল ধরে সতর্ক করেছেন যে একটি বড় ভূমিকম্প ইস্তাম্বুলকে ধ্বংস করতে পারে। অথচ নিরাপত্তা সতর্কতা ছাড়াই এখানে বিস্তৃত ভবনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

Link copied!