তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২১, ০৫:২৪ পিএম

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২

তুরস্কে অভিবাসনপ্রত্যাশী বিভিন্ন দেশের নাগরিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। রবিবার (১১ জুলাই) ইরান সীমান্তবর্তী তুরস্কের মুরাদিয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সকলেই বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক।  তবে নিহত বা আহত কারোরই পরিচয় জানান যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে আগুন ধরে যায়। এসময় বাসে থাকা ওই ১২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়। এছাড়া ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বাসটির চালককে আটক করেছে পুলিশ।

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি প্রধান ট্র্যানজিট রুট তুরস্ক। প্রধানত ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা হেঁটে ইরান সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশ করে। তারপর তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নৌকাযোগে তারা ইউরোপের পথে পাড়ি জমায়।

সূত্র: রয়টার্স।

Link copied!